তুমি যাকে সত্যিই ভালবাস
সে যদি বাস্তবে না আসে তোমার কাছে
দেখবে স্বর্গের অপস্বরা অথবা পরী হয়ে,
স্বপ্নে তোমার কাছে
তোমার একান্ত আপন হয়ে
আত্মার সাথে মিশে একাকার হয়ে গেছে।
প্রকৃত ভালবাসা এমনি হয়
স্বপ্ন বাজরা এমনি হয়,
তাদের কাছে বাস্তব আর স্বপ্ন একই জিনিস।পাথর্ক্য হল একটা ঘুমিয়ে দেখা আর
অন্যটা জেগে জেগে দেখা।
স্বপ্ন দেখার অনুভুতি স্বর্গীয়
স্বপ্নটা হয় এক পক্ষের।
স্বপ্ন ইচ্ছা মত স্বপ্ন দেখা যায
বাস্তবে এককভাবে কিছু করা যায় না।
স্বপ্ন হয় নানা রকম
ভাল স্বপ্ন, মন্দ স্বপ্ন, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত। আমরা যে স্বপ্নই দেখি না কেন স্বপ্ন স্বপ্নই।
স্বপ্নে বর্ণালী হয়ে যায় সোনালী,
মানসীর রুপ হয় উর্বসী আর
কালীমা রুপ ধারন করে নিলীমার।
কিছু স্বপ্ন সত্য হয় আর কিছু অলীক।
প্রিয়সীদের নিয়ে দেখা স্বপ্ন রহস্যাবৃত  
ঘটনাচক্রে তা সত্যি হয়ে যায়।
স্বপ্ন নিয়ে এত দোয়াশা তবুও -
স্বপ্ন বাজরা স্বপ্ন দেখে
অনন্তকাল দেখেই যাবে।
......................০.......................
সময়ঃ রাত ১১.৩০ ঘটিকা
তারিখঃ ১২/০৩/২৫
স্থানঃ কলেজ রোড।