অলীক অসু

ভাবি বসে নিরালায়
মিথ্যে সুখের আশায়
ঘুরিতেছি মরিচীকায়।
মোহ মায়া মমতায়,
দিন যায় রাত যায়
মাটির প্রহেলিকায়।

-----------------------------------------------------
পথিক
কলমাকান্দা, নেত্রকোণা
০২/১২/২০২০