শরতের সকালে শিউলি ফুল ঝরে পড়ার মতন
ঝরে ঝরে পড়ছে মানুষের জীবন।
মারা যাচ্ছে -
সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী।
মারা যাচ্ছে -
ডাক্তার-নার্স, ওষুধ বিক্রেতা।
মারা যাচ্ছে-
সাংবাদিক, গণমাধ্যম কর্মী।
মারা যাচ্ছে-
পরিবহন শ্রমিক, কর্মজীবি মানুষ।
মারা যাচ্ছে -
সহকর্মীর মা।
মারা যাচ্ছে -
নিকটাত্মীয়, পাড়া-পড়শী।
মারা যাচ্ছে-
স্বামীর পর স্ত্রী।
মারা যাচ্ছে-
ছেলের হাত ধরে বাবা।
মারা যাচ্ছে-
সারা বিশ্বে অগণিত মানুষ?
মানুষের লাশ প্রতিদিন যোগ হচ্ছে
মৃত্যুর ভয়াবহ মিছিলে-
মানুষ চিরতরে চলে যাচ্ছে অকালে
কোভিড-১৯ মহামারি কালে।
সব খবর কী রাখি আমরা দিন-দিনান্তে?