ভবে ছিলাম একা
হঠাৎ দিলে দেখা।
প্রিয়সী ভালবাসা দিলে
প্রিতমের মন নিলে।
প্রেম নিয়ে খেলে
অবশেষে চলে গেলে।

ভাবি বসে বসে
সকলি নিজের দোষে
হারিয়েছি তোমায় অবশেষে।
তোমার প্রসন্নতা চাওয়া
আমার না পাওয়া
হল না সংসার স্বর্গে যাওয়া।

দয়িতাকে সুখ দেয়নি
অভিরূপ দু:খও পায়নি,
দেনাপাওনার নিকাশে
সব গেল বিকাশে।

মন মিলেনি তোমার সঙ্গে
সমপর্ক বিচ্ছিন্ন হল সঙ্গে সঙ্গে।
তোমাকে কষ্ট দিয়েছি
নিজে অপরাধী হয়েছি।
পীড়িত হৃদয়ে ক্ষমা চেয়েছি
সব কিছু ভুলে গিয়েছি।

জগত সংসারে শূন্য হ্রদয়ে-
আছি বসে আপন নিলয়ে।
আজি তোমার বিহনে
দিন কাটাই নির্জনে।
বুঝিবে তুমি কিসে
কি যাতনা প্রেমের বিষে!

অন্তর পুড়ে হল ছাই
অনল নিবাতে কোথাই যাই?
মনের দু:খ কোথায় লোকাই?
শূন্য হ্রদয়ে-থাকি অভয়ে
সখি তোমার আগমনের প্রত্যয়ে।