আমি একজন যাযাবর মর্তবাসী
মর্তে যা কিছু আছে তাই ভালবাসি,
সৃষ্টিকে নব রুপে সরুপের স্বপ্ন দেখি
নানান স্বপ্নে দিবানিশি বিভোর থাকি।
রমণীয় মহী আমার সখী
আমি এখানেই বেশ আছি
আপনার অয়নে বিচরণ করি
মুক্ত অক্সিজেনে বেঁচে আছি।

নিখিল বিশ্বের সব বিত্ত আমার
আমার সকলি অনিন্দিত ধরার,
আকাশকে অপলক দৃষ্টিতে দেখি
আপনাকে নিত্য আনন্দে রাখি।
বহতা নদীর ধারা অবলোকন করি
জগদ্বাসীর সুপ্ত কষ্টে অশান্ত থাকি।
তুমি থাকো তোমার আপন আলয়ে
মহাসুখে দিন কাটাও জগত সংসারে।
আমি আজো মরার মতো বেঁচে আছি
এক সাথে পথচলি আমি আর উর্বী।

শুনে মৃদু মন খারাপ হবে তোমার!
সকালের শীতল শিশির আমার
ভরদুপুরের রৌদ্রময় দিন আমার,
ঘনকালো সন্ধ্যার গোধূলি আমার
পূর্ণিমার চাদঁনী রাত আমার,
তেজোদ্দীপ্ত সূর্যটাও আমার।
জোনাকি পোকার আলো আমার
সকালের পাখির কলকাকলি আমার।
পৃথিবীর সমস্ত ফুটন্ত ফুল আমার
মেঘলা দিনের অবিরাম বৃষ্টি আমার।
পাহাড়-পর্বতের ঝর্ণা আমার
সমুদ্রের বিশাল জলরাশি আমার।
ধরাধামের সকল কষ্ট আমার
সংসারের সব সুখ তোমার।

আহা! ভবে কত কিছুর সমাহার
এতসব থাকা সত্ত্বেও আমার,
সংসারে ছিল না মোর আহার
তাই তো তুমি এখন অন্য জনার।
------------------------০----------------------
সময়ঃ দুপুর ২ ঘটিকা।
তারিখঃ ২৫/০৯/২৪
স্থানঃ কলেজ রোড,  কলমাকান্দা।