আজ উদয়ের পথে শুনি কার বাণী।
মর্মে ফুটে উঠুক নতুনের জয়গান
সবুজের মাঝে ভরে উঠুক তরুণের জয়ধ্বনি।
শিশির ভেজা দুর্বার মত তরুন হৃদয় জেগে উঠুক
কমল হৃদয়ের আহ্বানে।
মম রুদ্র ললাটে যেনো লেখা থাকে খোদা ভীরুতার আকুলতা।
তরুণ হে,
তুমি হয়ে উঠো,আগামীর দিনের নির্ভীক সৈনিক
উষার আলোর উজ্জ্বল প্রয়াসে নিয়ে এসে
বিজয়ের বাঁশি।
দক্ষিণা হাওয়ার পালকি হয়ে নেমে এসে তুমি হৃদয় সোপানে।
জড় ভীরুতার শৃঙ্খল ভেঙে রবিরশ্মি আলোর মত
বিকিয়ে পড়ো আপন হৃদয়ে।
তরুণ তোমার উচ্চ শির নতজানু না হয় তবে অন্যায় প্রাক্ষনে।
শিশির ভেজা শরৎ এর গান আর বসন্তের কলকন্ঠের ভাষা হয়ে বেঁচে থাকো তুমি মানুষের হৃদয়ে।
তরুণ তুমি মহান মহৎ,সাহিত্য এর নতুন ভাষা হয়ে
ছড়িয়ে পড়ো দিগ দিগন্তরে।
১২-১৬-২০২৩