নতুন উচ্ছ্বাসে প্রাণের সঞ্চারে
এসেছে তরুণ দিয়েছে ঝঙ্কার
বাঁধভাঙা অরুণের ম্যাগমা হয়ে
জ্বলে উঠেছে নতুন অঙ্গার।
জ্বালিয়ে দাও নতুন অঙ্গার
ভূপাতিত করো স্বৈর হুঙ্কার।
বিগলিত লাভার ফুলকি হয়ে
ঝাঁপিয়ে পড়ো ম্যাগমা হয়ে
দম ধরে সব ঝেঁড়ে ফেলো
বাতিলের হুঙ্কার।
খাঁচা গুলো সব খালি করো
স্বৈর শালার মালিক ধরো
সবুজ মাঠে ঝুলিয়ে দাও
স্বৈর শালার অস্থি ওঙ্কার।
প্রাণের পিয়ালা রক্তের হুঙ্কার
খামচে ধরেছে শেষ অবধি
এই বুঝি শেষ জীবনের হুঙ্কার
না না তরুণ সবে তো শুরু
দিতে হবে পাড়ি যৌবন তেজে
শতকের পথ উঠেছে বেজে।


১৪-১২-২০২৪