ঘূর্ণিঝড়ের কূর্নি বাকে
উড়ছে দেখো ঝাঁকে ঝাঁকে
গাছ গাছড়া পাহাড়তল
উড়ছে দেখো বাঁকে বাঁকে।
উড়ছে চাল ভাঙছে ডাল
ডুবছে দেখো সাগরতল
ভাসছে মানুষ সাগর জল
ভাঙছে নদীর বাঁধন তল
ডুববে এবার স্বদেশ তল।
ঘূর্ণিঝড়ের কূর্নি বাতাস
দিচ্ছে ডাক দিচ্ছে হাঁক
মাঠ গরু আর কৃষক জমি
 উড়ছে সব ঘূর্ণি বাক।
ঘূর্ণি বাতাস আসছে তেড়ে
মাঠ ফসলের শিকল ফেড়ে
বট বৃক্ষের মাথায় চড়ে
আঘাত করে কৃষক ঘরে।
উড়ছে চাল উড়ছে ডাল
ঘূর্ণি যত প্রকোপ ঘোরে।

২৯-০৪-২০২৪
(মহেশপুর,ঝিনাইদহ অঞ্চলে প্রতিবছর ঝড়ের বেগ উপলব্ধি করে লেখার প্রয়াস)