নগরী'
তুমি শ্মশান ভস্মে আক্রান্ত এক বিভৎস স্বাধীন নগরী।

নগরী'
তুমি রক্ত-মাংসের হায়েনায় ভরা এক কুখ্যাত স্বাধীন  নগরী।

নগরী'
তুমি ক্ষুধার্ত পেটে বসে থাকা একদল কলম পেশার নগরী।

নগরী'
তুমি দর্পনরুপী মানুষ গুলির ভয়ানক চাহনির নগরী।

 নগরী'
তুমি টাকারগরম পাহারা দেওয়া এক অসহায় পিতার নগরী।

নগরী'
তুমি দুঃখীর দুঃখ আর ধনীর মুকুট আরশের এক উচ্ছৃঙ্খল স্বাধীন নগরী।

নগরী'
তুমি রাতের আধাঁরে ঘন অমায় মিলিয়ে যাওয়া অসহায় পিতার নগরী।

নগরী'
তুমি এলিটবর্গের শখের নারীর দুখী গল্পের নগরী।

নগরী'
তুমি মদের পিয়ালায় ধ্বংস প্রাপ্ত মানব সভ্যতার নগরী।

নগরী'
তুমি পিতার আসন জুড়ে রাখা এক ভয়ংকর সাইকোর নগরী।

নগরী'
তুমি গ্যাংটপে সব হারিয়ে যাওয়া শৈশব কৈশোরের নগরী।

নগরী'
তুমি মালিক শ্রমিক জনতার,অভিনয় মঞ্চের নগরী।

নগরী'
তুমি ছেলেভুলানো আয়না ঘরের অসমাপ্ত আত্মার নগরী।

নগরী'
তুমি মোটাফ্রেমের চশমা পরা বাগ্মী কবির নগরী।

নগরী'
তুমি কসাইখানার রশদ যোগানো নীলপোশাকের নগরী।

নগরী'
তুমি দুস্থ
তুমি অসুস্থ
তুমি নির্বিকার
তুমি খড়গ বিধান পা দেয়া এক কলঙ্কিত নগরী।
তোমার সু্স্থ কামনায় জনৈক মুসলমান অসহায় বাঙালি।