হে কাণ্ডারী
তুলে ধরো তোমার শাণিত ধার
ভেঙে ফেল সব ভন্ডের বার
রক্ষা করো আগামীর দ্বার।
সর্বগ্রাসী কাণ্ডারী তুমি
লও হে পথের নিশানা
রুখে দাও সব রক্ত তরণী
ভেঙে ফেল সব স্বৈর সেনা।
দুর্নীত, নৃশংস মহা প্রলয়ের
নটরাজ হয়ে ফিরে এসো হে কাণ্ডারী
সবুজ শ্যামল মাটির উপর
গড়ে তোল সেই সৈন্য সারি।
তুমি কাণ্ডারী,তুমি সর্বগ্রাসী
তুমি গনজাগরণের এক বিমূর্ত প্রতিক
তুমি দুর্বার তুমি অর্নিবার
তুমি ভেঙে কর সব চুরমার।
তুমি টর্নেডো আর সাইক্লোন হয়ে
আঘাত করো বারং বার
ভেঙে ফেল সব স্বৈর শালা,
মুছে দাও সব  গ্লানির দ্বার।

হে কাণ্ডারী
তুমি উষার আলোয় উজ্জ্বল
এক অপূর্ব নক্ষত্রী।
তুমি দুর্মর,তুমি  উর্বর
তুমি আগামীর পৃথিবীর আশা জাগানিয়া
নব উদ্যমের সর্বগ্রাসী সরবর।
তুমি ধ্বংস তুমি প্রলয় শিখা 
তুমি পৃথিবীর বুকে আলো জ্বালানো
লিবিয়ার সেই মরুর শিখা।

৪-০৩-২০২৪(১১:৪৯)
[জাতীয় বীর ও জাতীয়  কবি কাজী নজরুল ইসলাম স্যারের বিভিন্ন কবিতার ছায়া অবলম্বনে কিছুটা লেখার প্রয়াস]