প্রাণ খুলে ভালোবাসো কিন্তু ভালোবাসাকে কখনো
বুকের ভিতর বন্দী করতে যেয়ো না।
বরং তাকে উত্তাল সমুদ্রের মত,তোমার হৃদয়ে যুক্ত করে বার বার আচড়ে পড়তে দাও।
একে অপরের পানপাত্র পূর্ণ রাখো
কিন্তু একই পাত্রে গলা ভিজিয়ো না।
রুটি ভাগ করো কিন্তু কখনোই লোকমা ভাগ করতে যেয়ো না।
নাচো গাও আর আনন্দ করো কিন্তু কখনই নিজের সত্তাকে ভুলে যেয়ো না।
বিনার তার যতই এক হউক না কেনো
তা হতে ভিন্ন ভিন্ন সুর উঠতে পারে।
হৃদয় কে সংযুক্ত করো,তবে বাস্তব জীবন থেকে কখনো বিচ্ছিন্ন হয়ে যেয়ো না।
কারন এই জীবনই তোমার হৃদয় কে আশ্রয় দিয়ে যাবে আজীবন।
একত্রে থেকো কিন্তু কখনো খুব কাছাকাছি যেয়ো না।
দালানের পোক্ত স্তম্ভ দূরে হতে দালানকে কিন্তু ধরে রাখে।
সাইপ্রেস আর ভোগগাছ একে অপরের ছায়ায় কখনোই বেড়ে উঠে না।
হৃদয় কে আলিঙ্গন করো,তবে শরীর কে করো না।মনকে উত্তাল করো কিন্তু কাম ভাগে নেমে পড়োনা।
দূর থেকে মুগ্ধ করো তবে মুগ্ধতার মোহজাল তৈরী করোনা।
ভালোবাসো,এবং ভালোবেসে যাও, তবে দূরআশার কারন হয়োনা।
যুদ্ধ করো একে অপরের সংগ্রামে তবে তার কৃতজ্ঞতা করতে ভুলে যেয়োনা।
বাঁচো এবং বেঁচে থাকো একে অপরের আশায়
তবে আশাহীন মানুষের মত বেঁচে থেকো না।
জীবনের চলার পথে মানুষের সাথে বাঁধাহীন
ভাবে চলো,তবে দর্প তৈরী করো না।
জীবনের শেষ প্রণয় পর্যন্ত সৃষ্টিকর্তার প্রতি অকৃতজ্ঞ হয়োনা।
জীবনের শেষ সন্ধিক্ষণে ভালোবাসার মানুষের প্রতি শ্রদ্ধাহীন হয়োনা।
বাঁচো আর আশার আলো ছড়িয়ে দাও জীবনের প্রতিক্ষনে।
তবেই তো হবে বেশ প্রণয়ের সুন্দর সমাপ্তি।