বাংলার আকাশে আজ গোলামীর জিঞ্জির
ঝেঁকে বসে আছে সব হায়েনা খিঞ্জির।
বায়ান্ন হতে একাত্তর,যেন এক পরাধীনের বেঞ্জির
রক্ত চুষে, রক্ত খায় হায়েনা খিঞ্জির।
রক্ত চোখে চশমা পরে,বাকপটুতা শিকল ধরে
বেঁধে দিলো স্বদেশটাকে গোলামী তার জিঞ্জিরে।
ঘাট গেলো মাঠ গেলো আর গেলো সোনার ধান
মুক্ত গলায় ঝোলায় গেলো শিকল বাঁধা শক্ত গান।
বাগ্মী কবি রাজা হলো, স্বদেশটা তার মান হারাল।
অবশেষে বাগ্মী কবি রাজা মশাই পদ হারালো
সবশেষ তার জীবন দিয়ে স্বদেশ মাতার মুক্তি হলো।
বাগ্মী কবির রাগ্মী বামা দিচ্ছে বয়ান দেশের তরে
দেশ রসাতল যাচ্ছে যাক, থাকবো আমি জগৎ ঘরে।
গোলামী যার রক্তে কেনা,থাকবে দাদার পায়ের তরে।
সে কোনদিন ভাববে নাকো দেশটাকে তো আপন করে।
১৮-০৩-২০২৪
(গণস্বৈরাচার মুক্ত পৃথিবীর তাগিদে এই রচনার চেষ্টা মাত্র,কোন নির্দিষ্ট স্বৈরতন্ত্রকে কেন্দ্র করে নয়)