বুঝেছ কুবের
ঢাকা শহরে নাকি খাওনের অভাব
দেখিনু সেদিন  কত যে রঙে
ঢাকার মানুষ সেজেছে ঢঙে
বুঝিবা কেমনে অভাব মঙ্গে।
শতরূপ ধরিয়া আসিয়া সঙ্গে
গিলিতেছে দারুপানি নিরব সঙ্গে
বুঝিবা কেমনে অভাব মঙ্গে।

দামিদামি সব রসদ সঙ্গে
এসেছে কত তরুন মজার রঙ্গে
পৃথিবীর মজা দারুর রঙে
গাইতেছে তারা গানের সঙ্গে
ভাবিতেছে তারা মজার সঙ্গে
পৃথিবীর মজা ক্ষিতির ভঙ্গে
বুঝিবা কেমনে অভাব মঙ্গে।
মানুষ আছে ভবে রঙের সঙ্গে।


৪-২৫-২০২৩