স্বাধীনতা।
মোর প্রিয় স্বাধীনতা
তুমি ছেলে হারা মায়ের রক্ত রঞ্জিত
এক বিক্ষত পরাধীন স্বাধীনতা।
স্বাধীনতা,
মোর প্রিয় স্বাধীনতা
তুমি পরাধীন এর শিকল পরা অকুলপুরের নকুলের, রক্তে ভেজা এক বিভৎস স্বাধীনতা।

স্বাধীনতা
মোর প্রিয় স্বাধীনতা,
তুমি রুদ্রে শুকানো বকুল ফুলের রক্তে রঞ্জিত এক জীর্ণ স্বাধীনতা।
স্বাধীনতা,
তুমি পিতা হার অবুঝ তনয়ার,জীর্ণ স্বাধীনতা।
স্বাধীনতা তুমি শিকলে বাঁধা
উপমহাদেশ রাতের আঁধারে ভোটের স্বাধীনতা।

স্বাধীনতা,
মোর প্রিয় স্বাধীনতা
তুমি দুঃখী পিতার অকাল প্রয়ানে,
পুত্র শোকের স্বাধীনতা।

স্বাধীনতা,
মোর প্রিয় স্বাধীনতা,
তুমি পিতৃশোক আটকে রেখে বেড়ি ডান্ডার স্বাধীনতা।

স্বাধীনতা
মোর প্রিয় স্বাধীনতা,
লাখো খাদিজা শ্রী ঘরে রেখে,কানু দেখানো এক বিভৎস পরাধীন স্বাধীনতা।

স্বাধীনতা
মোর প্রিয় স্বাধীনতা,
তুমি উন্নতির বিভ জ্বালানো,ইট-পাথরের এক উচ্ছৃঙ্খল জীবনের,নিঃস্ব স্বাধীনতা।
স্বাধীনতা তুমি দুঃখিনী মায়ের, রৌদ্র ললাটে
ঝাঁঝরা পিতার রিক্ত কপাটে হাড়ভাঙা এক করুন স্বাধীনতা।

স্বাধীনতা
মোর প্রিয় স্বাধীন
তুমি পিতাহারা অবুঝের, নিঃসঙ্গ জীবনের এক করুন স্বাধীনতা।



১৯-০৯-২০২৩