গ্রীষ্মের দুপুরে কাঠ ফাটা রোদ্দুর
মাঠ করে খাঁ খাঁ সীমাহীন রোদ্দুর
মাঠ ভরা ধানক্ষেত পানি নাই এত টুক।
মাছেদের সংসারে নাই সুখ,নাই দুখ।
রৌদ্রোজ্জ্বল বৃষ্টি কি দারুন সৃষ্টি
অপরুপ চারিদিকে যতদূর দৃষ্টি।
মাঠ ভরা সবুজের সমারোহ চারিদিক
দিগ্বিদিক ছুটে চলে আকাশের গাঙচিল
খুঁজে ফিরে চলে আসে পানি খোঁজে খালবিল
পানি নাই এতটুকু চারিদিকে শুনশান
নীরবতা ভেঙে সব গান ধরে ব্যাঙ গ্যাং।
মাছেদের সংসারে অশান্তির ধরাধাম
মাছেদের দল নেতা গান ধরে গরাগম।
পানিছাড়া মাছগুলির অসহায় চাহনি
আর কত দুখ দিবে উপরের বাহনি।