আবার কি হবে দেখা?
কোন এক নিরব দুপুরবেলা
হয়তো বা কোন এক গোধূলির লগ্নে
নিভু নিভু আলোতে দেখার সাথে কথাও হবে মন খুলে প্রাণ খুলে।
হয়তো বা কোন এক শীতের সকাল ভোরে শিশির ভেজা নরম আলোতে দেখা হবে কথা হবে মন খুলে প্রাণ খুলে।
কোন এক হেমন্তের সকালে ঘুম ভাঙা নরম বিকেলে ছুটে চলা রোদের সাথে মটর শুঁটি মাঠে দেখা হবে কথা হবে প্রাণ খুলে মন খুলে।

প্রতীক্ষার প্রহর শেষ হয়েও হইলো না শেষ,নির্ঘুম রাত কত!

বেলা ফুরিয়ে সন্ধ্যা নেমে অমানিশার মাঝে হারিয়ে গেছে প্রতিক্ষার বেলা।
লোচনে এসে গেছে অপ্রাপ্তি'র ছাপ
এ যেনো দীর্ঘ দিনের পুষে রাখা নিদারুণ অভিশাপ!

দ্বিধাগ্রস্ত নির্দয় চিত্তে প্রণয়ের হাওয়া লেগেছে কতবার।
তবে দেখো প্রতীক্ষার প্রহরে প্রতিটি প্রণয় সংহার করেছি ততবার।
প্রতীক্ষার প্রহর শেষ হয়েও হইলো না শেষ
সাদা আবেশের চুমু এসে অবশেষে নিলো জীবনের নিঃশেষ।

০৮-১২-২০২৪