শত কোলাহল আর অশান্তির ধ্বনি বেজে উঠেছে
যুদ্ধের দামামা দিচ্ছে হাঁক ছেড়ে দিতে নরম বিছানা অশান্তির নিঃশ্বাসে মানুষ সব হয়ে উঠেছে অনিশ্বাস।
নির্দয় নিলাজ হয়ে ফিরে এসেছে ধ্বংসাত্মক সব অস্ত্র বাহিনী।
পৃথিবীর এ প্রান্ত থেকে অপর প্রান্তে বেজে উঠেছে খঞ্জর ধ্বনি।
কোলাহল আর অশান্তির ডাকে জেগে উঠেছে শতকের শ্লোগান।
বাঁধভাঙা যৌবনের পথ ধরে এগিয়ে এসেছে হেথায়
শত-শত তরুন কিশোরের দল।
দেখিবে ভূবন নতুন করে তাদের নতুন জোড়া চোখে।
বিস্তর জমিনের নতুনের জয়ধ্বনি বাজছে নতুন ধ্বনিতে।
এ পৃথিবী যেনো আগামীর পৃথিবী গড়ে তুলুক সব তরুণ।
বাজিবে দামামা,এসেছে আমামা রুখিবে যত আসবে করুন।
পরাধীনতার শিকল ভেঙে রবিরশ্মি আলোর মত ছড়িয়ে পড়ুক সর্ব খানে।

শর্টগান আর ক্ষেপণাস্ত্রের আঘাতে ভেঙে পড়ছে শত-শত দালানের স্তম্ভ।
মায়ের কোলের শিশু যু্দ্ধে পরাস্ত হেনো যেনো পৃথিবীর বুকে নতুন জাহান্নাম।
চারিদিকে শুনশান বাঁধ ভাঙা কান্না এ যেনো এক নতুন পৃথিবীর নিত্যদিনের হান্না।
পৃথিবীর এ প্রান্ত থেকে অপর প্রান্তে ছড়িয়ে গেছে রোষানল আর কোন্দল।
জাতিভেদ আর অস্ত্রের অহংকার চূর্ণ করে নিজ নিজ মনুষ্যত্ব।
কোথাও শিশু কোথাও জোয়ান কোথাও বৃদ্ধ অশক্ত চিৎকারে ছুটে চলে এদিক ওদিক।
সবকিছুর বিলীন করতে এসে গেছে নবজাগরনের তরুণ।
পৃথিবীর তরীর হাল ধরিতে জেগেছে যুবক জেগেছে তরুণ,রুখিবে কে আছে কার হিম্মত।
দূর করবে পৃথিবীর অসাম্যের ইন্ধন যোগানো সব করুন।



২৫-০৯-২০২৪