নবীনের অভিযান
মাহমুদ হাসান শাওন

জন্ম হওয়ার পর এসেছে নতুন আহবান
সবুজের মাঝে শীতল বিছানা
মায়ের ক্রোড় এসেছে নতুন প্রদীপ
হাসছে মা দেখছে তারে নয়ন ভরে।
দুল দুলিয়ে হাসছে দেখো পলক পানে চেয়ে।
মা হাসে আর বলে এসেছে নবীন উর্বর জমিনে
ছেড়ে দিতে হবে পথ,ছেড়ে দিতে হবে জমিন
নতুনের আগমনে কেনো শুভ্র শিমুল চাদরে
নৃত্য করে বাগানের হলুদ ড্যাফোডিল।
শত কোলাহল আর কোকিলের গানে বড় হয়ে উঠে ধীরে শতাব্দীর সিরে,আজকের শিশু যেনো আগামীর দিনের ভবিষ্যতে।
শিশু কিশোর কৈশোরের বলয় ভেঙে বেড়ে উঠে এই নতুন শিশু
জমিন তারে দিয়েছে ছায়া দিয়েছে কত মায়া
হেনো যেন সব নতুনের আহবান নতুনের প্রতি পরম মায়া।
কোলাহল আর পাকপাখালি স্বাগত জানায় নতুনের  সুরে,এসেছে নবীন রেখো নাকো ঋণ স্বাগত জানাও প্রাণ ভরে।