আমাদের ছোট গায়ের ছোট ছোট ঘর
বাতায়নে দক্ষিণা হাওয়ায় করে থরথর
গ্রীষ্মের দাবদাহ কূলপ্রাসে বয়ে আসে
গাছপালা ঘরবাড়ি সবকিছু ক্ষয়ে বসে।
চারিদিকে শুনশান নীরবতা গুণগান
পাখিরা সব এলোমেলো ছুটে চলে ধুমধাম।
মাঠঘাট ফসলি রোদে যায় শুকিয়ে
কৃষকেরা পানি ঢেলে জলবায়ু মুখিয়ে।
ধীর ধরে বসে আছে কিনারায় মাঝিরা
মাঠেঘাটে লোক নেই,রোদ দেয় ভাজিয়া।
আকাশের পানে চেয়ে উড় দেয় গাংচিল
কোথা না কোথা পাবো পানি ভরা খালবিল।
খালবিল শুঁকিয়ে চৌচির মাঠঘাট
কৃষকের মাঠঘাট ফেটে সব ফুটফাট।
আকাশের কালো মেঘ,ঘন ভরা চারিদিক
রাগ ঢাক উড়িয়ে ছুটে চলে গাংচিল।


১১-০৪-২০২৪