গ্রীষ্মের দুপুরে
জল নেই পুকুরে
কাট ফাটা রোদ্দুর
মাঠ সব দুর দুর
ঘাম ঝরা কৃষকের
মাথা ধরে ভুরভুর।
রাতজাগা পাখিরা
গ্রীষ্মের দুপুরে
ক্লান্তির গান গায়
ঘাম ঝরা বিকেলে।
কাট ফাটা রোদ্দুর
ছায়া হীন আশ্রয়
কৃষকেরা গান গায়
ক্লান্তির প্রশ্রয়।
খেয়া পারে তরনী
খা খা পাটনী
রোদ্দুর ছায়া হীন
মাথা গুঁজা ঠাঁই নাই।
রোদ এসে উঁকি দেয়
প্রতি রোজ সকালে
ভানু মামার রোদ রয়
প্রতিদিন বিকেলে।
গ্রীষ্মের রৌদ্র
আকাশের ফুলকি
থেমে থেমে বয়ে আসে
আগুনের ঝিলকি।
৬-০৮-২০২৩
(২৩' এ প্রচন্ড দাবদাহ ছিলো তখন এই লেখাটি)