হে মহা শক্তি,হে সৃষ্টিকর্তা,হে মোর আল্লাহ্
আজ বুঝিতে পারিলাম তোমাকে
তুমিই মহান,তুমি মহাশক্তি তুমি সর্বশক্তিমান।
তবুও তুমি অত্যাচারী নয়,নও তুমি স্বৈরাচার।
কিন্তু মানুষ হে সামান্য শক্তি পেয়ে
কতই না অত্যাচারী কতই না স্বেচ্ছাচার।

এখন বুঝেছি তবে
কেনো তুমি দয়ালু,কেনো তুমি অবিনশ্বর।
তুমি মহামহিম,তুমিই মহা শক্তিধর
দ্যুলোক ভূলোক সবকিছু ছাড়িয়ে
তুমি আছো তবে সর্বস্বর।

২৮-০১-২০২৪