বড় অসহায় ল’য়ে জনকের আসনে উপবিষ্ট দানব।
দানবীয় গুণ তার,রুপে ঝরে আগুনের শিখা
যেনো দীপ্যমান পাপাত্মার হাসি।
এ যেনো ক্ষমতাবান অবলার ক্ষমতার চৌরাশি।
ব্যঞ্জন দ্বিত্ব বর্ণের মত রং বদলায় ক্ষণে ক্ষণে
ক্ষমতার আড়ালে বুনছে শতবর্ষের ক্রোধের গ্লানি।
ধীরে অতি সীরে ধর্মের আড়ালে বেঁধেছে মস্তক আবরণে লাল রংয়ের শিখা গমগম টুপি।
তসবিহ দানায় বেঁধেছে ইমানের ফুল কড়ি
যেনো হুর পরির দস্তরখানায়
কোন কোমল মতি অবলার
ছিন্ন ভিন্ন এক অপরুপ চোর ঘোরী।
দ্বিধা হীন ভাবে জড়িয়ে পড়েছে জনে জনে ক্ষণে ক্ষণে।
মসনদ কাম তার একান্ত যৌনদাসী মিটে দেয় যেনো জনে জনে।
ভাষাতে ফুলঝুরি দিনে হুজুর রাতে চুরি
এ যেনো সাক্ষাৎ স্বর্গের কোন হুর পরী।
কাবার পথ বার বার ধরি ধরি,আবার সমভাবে অকালবোধন করি করি।
বিশ্বাস ভঙ্গে তাহার জুড়ি আছে ভরি ভরি।
মসনদ কাম তার একান্ত কাম্য
যে যায় বলুক তাতে সে সরি সরি।
১২-২-২৪