দেখো চেয়ে চারিদিকে ভালো জনের আহার নাই
পোশাকে তে রাজকীয় পেটে কোন ভাত নাই।
দেখো সব ভালো জনে রইলো ভাঙা ঘরে
আর মন্দ সব বসে আছে সিংহাসনে চড়ে।
সোনার ফসল ফলায় যে জনে দুবেলা জুটে না অন্ন।
গরীব জনে রাজা হয়ে  উঠলো হঠাৎ মান্য।
ছেড়া গামছা মাথায় টুপি জীর্ণ তনু শীর্ণ গা
ছেড়া জুতার মালিক এখন পাড়া-মহল্লার খাঁ!
হঠাৎ রাজা দম্ভ বেজায়,দিনের বেলা হাজী মশায়
রাতে বেলা চুরি,সকল চোরের বাবা সে নেইকো তাহার জুড়ি!
হাজী মশায় মানী সাহেব আস্ত বড় ভুঁড়ি
ভুঁড়ি ভিতর বসে আছে চুরি করার বুড়ি।
এ বুড়ি তো সে বুড়ি না,আস্ত দানব বুড়ি
হাজার জনের জমি খেকো রাবণ পাড়ের খুড়ি।
(সংক্ষেপিত)

১১-৮-২০২৪