আমার এ পথ রেখেছো তুমি আকীর্ণ করে
জীবন রবি ফোঁটার আগে দিয়েছো যত যাতনা মোরে।
রক্তের বাঁধন আর কবিতার স্বরে গাহিলাম আমি যাতনার গান।
জীবন-বন্দনায় খুঁজি ফিরি আমি জীবন পথের জীবনের গান।
শত যাতনার শিকল ছেড়ে গাহিলাম তবে আপন ঘরে।
রাত্রি নগরী ঘুম ভেঙে উঠো কাজ করে যাও জীবনের তরে।
রাত্রি নগর ঘুম ঘুম চোখে ডুবে আছে সব অপ লোক
দিগন্তের রবি ফোটার আগে জীবনের গতি দূর লোক।
নিদ্রাহীন,মানবের মত লড়াই করো বারং বার
ভেঙে ফেল সব জীবনের গ্লানি আসবে যতই রুখবে তার।
২৫-৫-২০২৪
ঢাকা,বাংলাদেশ