উজানের তীর ঘেঁষে
বান আসে বাঁকে বাঁকে!
দু'ধার পানি ঘেঁষে
মাছরাঙা লাখে লাখে!
উৎপেতে বসে থেকে
ধরবে মাছ ঝাঁকে ঝাঁকে।
কাটা বেয়ে কূলে আসে
কৈ মাছ ঝাঁকে ঝাঁকে!
বাদলের ধারা বয়ে
মেঘ ডাকে হাঁকে হাঁকে।
জেলেরা মাছ ধরে
জাল বাধে বাঁকে বাঁকে ।
কূলে তে মাঝি বসে
ধরছে মাছ ঝাঁকে ঝাঁকে।
আকাশের বুক চিরে
মেঘ দল উঁহু হাঁকে
মায়ের কোলের শিশু
ভয়েতে মুহু ডাকে।


১০-০৫-২০২৪