কোথায় কালাপাহাড় গজনীর মাহমুদ
ফিরে এসো আবার ক্ষিতির পাড়।
রক্ষা করো আগামীর দ্বার
রুখে দাও সব ভন্ড বার।
শক্ত হাতে কপাট ধরো
মুছে দাও সব গ্লানির দ্বার।
আকাশে বাতাসে ক্রন্দন ত্রাসে
ভার হয়ে আছে ক্ষিতির দ্বার
ফিরো এসো আবার ক্ষিতির পাড়
ভেঙে ফেলো সব শিকল বার।
শক্তহাতে শম সের ধরে ফিরে এসো হে
কালাপাহাড়।
আগামীর পৃথিবী হতে মুছে ফেলো সব
রক্তমাখা গ্লানির দ্বার।
শতকোটি বিষাদ পুড়িয়েছে অসহায় কে
জাগিয়ে তোল আবার সেই শমসের ধার।
স্বৈরাচারী বক্ষ ভেদিয়া
তোলে ধরো তোমার অশনি বার।
ফিরে এসো তুমি আবার,
এই রক্তমাখা ধরণী পার।
দুঃখীর দুঃখ,অসহায়ের অসি হয়ে
ফিরে এসো তুমি ধরণীপার।
(সংক্ষেপিত)
১০-০২-২০২৩