মহাকাল এক নির্মম নাট্য
স্বাধ জাগিবার আগে।
হৃদয় খাঁচার স্বাধ না মিটে,
যাত্রা  অনন্তে দিকে।
রাত পোহাইলে সূর্য কিরণ
না পোহাইলে অমার বরণ।
মানুষ আহ ভবের চরণ
ভাবনা চিন্তা করাই বারন
মানুষ বড়ই স্বার্থ করন
ইহর ভাবনা আগে।
মানুষ আহ!  স্বার্থ করন
মহাকালের যাত্রা বরণ
ছুটছে মানুষ অভাব চরণ
কে দেখাবে পথের তোরণ
ভাবছে কি মানুষ ভবে?
মরন তোমার নগদ পিছু
ভাবছো বটে!অনেক কিছু
দিন দুনিয়া আগে।
মহাকালের সপ্ত নহর
ভাসাও তবে যাত্রী বহর।
ঢেউ উঠেছে  তোমার কূলে
দম ফুরাইলে যাত্রী গাড়ি,
ভিড়বে না আর নীড়ে।
মানুষ তুমি স্বার্থ ছেড়ে,
ফিরে এসো আপন নীড়ে।

৯-১৬-২০২৩