ধিক ধিক শত ধিক,ধিক্কার হে মহাজন
ওপারে বসে নিদ্রার ঘোরে দেশকে দিয়েছো বিসর্জন।
ধিক তারে,শত ধিক নির্লজ্জ যে জন
যে জন মনে হরষে করছে ক্ষতি নিরন্তন।
ধিক জানায় শত ধিক জানায়
মনের কোনে জমা থাকা সব অভিশাপ দিয়ে
ধিক জানায় হে মহাজন।
শতাব্দীর শত গ্লানি জাপটে ধরুক তোমার
হে নির্লজ্জ বেহায়া মহাজন।
রুদ্রাক্ষীর পূজার ছলে জীবন দাও বির্সজন
ধিক তোমারে ধিক তোমারে নির্লজ্জ বেহায়া মহাজন।

শত ক্রোধের গ্লানি তোমার বাহুতে রাহু হয়ে উঠুক
সমাজে সমাজে ধিকৃত হও মরণে তুমি বেসুর হয়ে ঝুলে থাকো মহা গগন তলে।
মানুষ যখন দেখবে তোমার ভাববে আবার নতুন করে।
ধিক জানায় তোমার শত ধিক,ফেরাউন আত্মার মহাজন।


২৬-০১-২০২৫