আহা! কি এক আমলা অফিস
দেখিলাম এক আমলা বাবু
চোখ রাঙিয়ে করলো কাবু
উচ্চস্বরে কহিলো তবে
জানোনা হে
অফিস টাইম আসিয়া
আমলা বাবুদের করবেনা তিক্ত
করিলে তিক্ত,করিব রিক্ত।
দরবেদরে ফাইলে পড়বে তালা
তখন বুঝবে ব্যাটা
আমলা অফিসে আসার জ্বালা।

আমি আমলা
আমিতো নয় তোমার কামলা।
শত লেখাপড়া করে এসেছি হেথা
তোমার কথা শোনার টাইম আছে কোথা।
বেচারা বলিলো
ঠিকাছে বাবু করিবেন ক্ষমা।
আমলা বাবু কহিলো বটে,
ব্যাটা পাগল উন্মাদ ভিখ মাঙ্গ তবে।
বেচারা অসহায় ভারে
ভিখ লইয়া কহিলেন
এবারের মত করিবেন ক্ষমা।
আমলা বাবু হেসে কহিলেন
ব্যাটা মূর্খ চণ্ডাল অফিসে আসিয়া
আমার কাজকে দিলো ফাঁসিয়া।

৯-১-২০২৪