বৃক্ষ কাননে জন্মি উঠিলো শুভ্র পাতার বৃক্ষ।
রংমহলের রং লেগেছে
যেনো শুভ্র পাতার বৃক্ষ
যেনো হলুদ পাতার বৃক্ষ।
যেনো রক্তগোলাপ রং ধরেছে
পাতায় পাতায় শিরায় শিরায়।
দুল দুলিয়ে নৃত্য করে কানন মাঝে মুগ্ধ করে, দাড়িয়ে আছে একলা তবু রং মেখেছে পুষ্পভরে।।
কোকিলকণ্ঠী বসন্তের ডাকে জেগে ওঠে আপনঘরে
রং ধরেছে পাতায় পাতায় শিরায় শিরায় নতুন করে।
হাওয়ায় হাওয়ায় তাল মিলিয়ে নাচছে দেখো গা দুলিয়ে।
সবুজ শাখায় রং দুলিয়ে গাইছে গান মন মিলিয়ে।
সৃষ্টিরসের রং মিলিয়ে উঠছে বেড়ে কাননভরে
ফুলপ্রেমিরা চেয়ে আছে মুগ্ধ চোখে নয়নভেরে।
পাতায় পাতায় শিরায় শিরায় উড়ছে পাখি মন উড়িয়ে।
তৃপ্ত হেসে উঁকি দেয় কাননমাঝে চুপটি করে।
অহমিকার চাদরপরে হাসছে দেখো কলকলিয়ে
কানন মাঝে দাড়িয়ে আছে দর্প করে গর্ব নিয়ে।
সৃষ্টি রসের সৃষ্ট হয়ে দর্প করে আপনতরে
রং মাখানো মাতাল হাওয়ায় উড়ছে দ্যাখো কাননভরে।
অল্প আশে দুঃখ নিয়ে বিদায় নিলো চুপটি করে
প্রিয় ফুলের বিদায়বেলা কাঁদছে সবাই মুখটি ঘুরে।
২৭-০৬-২০২৪
(ড্যাফোডিল প্রিয় ফুল)