তোমারী চিত্ত দর্পণে জড়িয়ে পড়েছি হে প্রিয় অপ্সরী।
দূর হতে অতিদূর স্মরন রেখেছি গো প্রানভরে
স্মৃতি মাখা অতীতের সীমাহীন আকুলতা বার বার তোমার লোচনে তৈরী করে মোর ব্যাকুলতা।
দূর পানে চেয়ে দেখ,দেখা যদি না পাও মোরে
ভেবে নিয়ো তবে দেখা হবে কোন এক শীতের সকাল ভোরে।
বিমর্ষ প্রতিম নিরাশার ঘোরে হতাশার চাদরে ডুবে থেকো না।
সন্ধ্যা নামার আগে ঠিক শিশির সকাল ভোরে পেয়ে যাবে আমায় তোমারি আপন করে।
তোমারী অনুরাগে মত্ত দুলাল হয়ে ফিরে আসবো আমি আবার,তোমারী একান্ত বাহুডোরে
ততদিন তুমি রেখো মোরে একান্ত যত্ন করে।
দূর হতে চেয়ে আছি গো ও মোর পরানের সখা
ড্যাফোডিল ফুলের মালা পরাবো বলে
আমার এত সব ব্যাকুলতা।
দিন প্রহরের শেষ বিকেলে প্রতিটি গোধূলির আগে
আমি তোমাতে মত্ত থাকি অতি মধূর আবেগে
রাগ করো না বিবাগ করো না এইতো কটা দিন
আসবো আমি ফিরে আবার থাকবে না আর ঋণ।
৯-১২-২০২৪
(John donne এর-A valediction forbidding mourning কবিতার ছায়া অবলম্বনে রচনার চেষ্টা