স্বাধীন দেশের মানুষ মোরা , স্বাধীন মোদের মান,
বাংলা মোদের মাতৃভাষা, বাংলা জোড়াই
প্রাণ ।
এই দেশেরি ধূলা - বালি হীরার চেয়ে দামি,
এই দেশেরী রূপ চিত্রে হারিয়ে গেছি আমি ।
রূপ দিশারী রুপালী তোর রূপের তেষ্টা বেশ
রূপের সেই বর্ণনা করি কিভাবে শেষ ?
তোর হাতে রাঙ্গা ইলিশ পাটের গড়া শাড়ি,
গাঁয়ের পথে মাটির রাস্তা আর গরুর সেই গাড়ি ।
ভালবাসি তোর স্নিগ্ধ ছায়া সূরের ডানা মেলা,
কৃষক মুখে চাঁদের হাসি, নদীর মাঝির ভেলা ।
সাজের বেলা প্রজাপতি মেলে দেখে ডানা,
শিল্প কাজে মুগ্ধ করা বাবুই পাখির ছানা ।