আকাশ দেখে মনে হয়
তার অনেক কিছু,
বাস্তবে আকাশ শূন্য।
শুধু কিছু মেঘ তার কাছে সব আশা,
কিন্তু সে মেঘ ও একদিন বৃষ্টির হয়ে হারিয়ে যায়।
সমুদ্রকোলে যায় সকলে ভালো করতে মন,
সমুদ্রফেনার নিরবে কান্না শুনেন কত জন?
পাখির চক্ষু লালচে দেখে, হয় যে মানব মুগ্ধ,
নীলের বিষে জ্বলছে আখি কে বুঝে তার দুঃখ।
ঘোড়ার পিঠে লাঠি পিটিয়ে লাফিয়ে উল্লাস করে
শখের ঘোড়া যে তার রোগে মরে তা ক'জনে বুঝ!
আমরা মানুষ কেমন জানি,নিজের জন্য নিজে চলি,
নিজের স্বার্থ না পেলে পরে অন্যেরে স্বার্থপর বলি।
এই কথা বলি তব নিজে সব পাব এই আশায়,
নিজে বড়ই স্বার্থপর তবু অন্যরে কেন দোষায়।