লিখতে বসে আন্মনা হয়ে আমি বসলাম,
কি আর লিখব তাই বসে বসে ভাবলাম।
ক্ষনিক বাদে ভ্রমর এসে বলল আমায় ওরে ও বাঙালি,
রক্ত গড়া মাটি দিয়ে আজো
নিজেকে তুই রাঙ্গালী?
ভাবতে ভাল লাগে তাই বসে আমি
ভাবছিলাম,
গুণগুণানী ভ্রমর কথা কিছুই কি আর
পেলাম,
অবশেষে বুঝতে পেলাম খাটিয়ে মোর
মাথা,
ভ্রমর এসে যে বলল আমায় একাত্তরের
কথা।
রক্ত গড়া এই বাংলা নামটি জয় দিয়ে
শুরু,
সেই বাংলাকে শ্রদ্ধা করতে মন করছে
উরু উরু