বৈশাখ এসে বাংলা জুড়ে বৈশাখ এসেছে আজ,
বাঙ্গালীদের বাঙ্গালীয়ানায় অনেক রকম সাজ।
পান্তা ইলিশ, পান্তা ইলিশ জমে আজি ক্ষীর,
পুরাতন গেছে দূরে তাই নতুন করেছে ভীর।
রং মেখেছে চোখে চোখে মন রেঙ্গেছে তাই
বৈশাখ এসেছে বাংলা জুড়ে শহর থেকে গাঁয়।
শিশু যুবক কৃষক শ্রমিক গাইছে বৈশাখী গান,
হালখাতা আর মিষ্টিমুখর ঐতিহ্যের রেখে মান।
মেলায় বসেছে মনের পাগল বাউল গানের মেলা,
হৃদয় আজ উচ্ছ্বাসে ভরা খুশির নাগরদোলা।
রমনা ও টি. আই. সি. আর ডি.সি. ও সাত রাস্তার মোড়ে,
বাঙ্গালীরা আজ মেতে উঠেছে সেথায় পুরো দিনটি জুড়ে।
বৈশাখী হাওয়ার রং লেগেছে, বৈশাখ এসেছে মনে,
নববর্ষ সবার শুভ থাকুক, সুন্দর আসুক পরানে।