সে দিন তোমায় দেখে ছিনু অন্তপুনার
দেশে,

স্বাধীন মনে ঘুরছো তুমি রাঙ্গা পরির
বেশে ।

কাছে যখন গেলাম আমি উড়াল দিলে
তুমি,

তোমার খোঁজে কাঁদছি আমি ফিরে
এসো তুমি।

তোমার খোঁজে যাচ্ছি আমি বীনার
বাঁশি শুনে ,

তোমায় পাওয়ার আশা গুলো মনের ছন্দ বুনে।

গগনে দেখ ঝিলিমিলি করছে চাঁদের
আলো,

তুমি নিজে না ফিরলে গো কোথায়
পাব বলো।

তোমায় না পেয়ে আজি নিঃস্ব মোর
জীবন,

ক্ষনিক দেখে ভাবছি তোমায় নিজের
চেয়ে আপন।