দুঃখের চাদরে বসত করি, সুখের দরকার কি...?
মনের সাথে মন মানাবো, স্বপ্নের দোষ কি.....!
স্বপ্ন যত মিথ্যে হউক! তবু লাগে তারে ভালো,
রাতের আধার দূরাতে এলো, সেই চাঁদনী আলো।
স্বপ্ন দেখতে নাইকো বারণ, লাগেনা কারো দয়া,
লাগে শুধু মনের মাঝে বিশ্বাসী তারার মায়া।
স্বপ্ন কারো ক্ষত করে না, করে মনের প্রশান্তি,
ভুল ভ্রান্তি জব্দ করে দেয় হ্রদয়ের সুখ বন্দি!
স্বপ্ন তুই মনের শান্তি,তুই নক্ষত্রেশ আশার আলো,
মিথ্যে হলে ও তোকে আমি, বাসি অনেক ভালো।
স্বপ্ন তুই যাস না ছেড়ে, নিঃস্ব করে আমাকে..!
তুই জন্যে বেচে আছি, অশ্রুহীনা দু'চোখে ।।