বেশ কয়কেজন কবির কবিতা নিয়ে এবারের বই মেলা (২০১৫) তে প্রকাশিত হয়েছে নতুন কবিতার বই ‘ফেসবুক ভালোবাসা’ । এই বইয়ের প্রতিটি কবিতাই রচিত হয়েছে কবির নিজস্ব প্রেম, ভালবাসা আর রোমান্টিকতার আদলে। তাই আর দেরি না করে বইটি আজই সংগ্রহ করুন! এবং অনাবিল ভালবাসায় জীবনকে রাঙিয়ে তুলুন!
বইটি পাওয়া যাবে! (বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানের)
প্রতিভা প্রকাশনীতে স্টল নং #৪৮ এবং #৪৯
পাওয়া যাবে প্লাটফর্ম প্রকাশনীতেও স্টল নং #২০
শুভেচ্ছান্তে : আহমাদ মাগফুর