কিছু গল্প কোনদিন শেষ হয় না।
রক্তময় ইতিহাসের শৃঙ্খল থেকে ঘষে ঘষে পবিত্র করা আগষ্টের সেই ভোররাত,
যন্ত্রণার শিখরদেশ ছাপিয়ে যাওয়া আরক্তিম বাংলাদেশ,
অন্ধকার ছিন্ন করে জ্যোতির্ময় আলো আনা বাংলাদেশী,
এগুলোর শেষ বলে কিছু নেই।

স্বপ্নসাগর
বন্দিত মন নিয়ে বেচে থাকা মানুষ
নন্দিত জীবন নিয়ে আলো ছড়ানো তুমি,
একটি সকাল
বুলেটবিদ্ধ বুকে আঁকা বাংলাদেশ
এগুলোর শেষ বলে কিছু নেই।

আশেপাশে মৃত্যু চলে যায়
বিহঙ্গ নিলীমায় ভর করে দূরে চলে জীবন
এ জীবনের শেষ নেই।

যখন ঘৃণায় সোচ্চার হয়েছে বসুধা
তখন হিংস্র শ্বাপদের তীক্ষ্ণ দন্ত দিয়ে ছিড়ে ফেলি বিরুদ্ধবাদিতা,
এই আলোর শহর তাদের আর আলো বিকাবে না
৩২ নং এভ্যেনু অদৃশ্য হয়ে খেয়ে ফেলবে ঘাতক
তাদের বড় বড় পকেটে মারণাস্ত্র
তাদের চারপাশে বিষাক্ত নিশ্বাস
এ ঘৃণার শেষ বলে কিছু নেই।

আজ এই দিনে
বঙ্গবন্ধু যেখানে সবার হৃদয়ে
সেখানে মৃত্যু বলে কিছু নেই,
বুলেটবিদ্ধ বুকে আঁকা বাংলাদেশ
এর শেষ বলে কিছু নেই।