২৬ শে নভেম্বর,
উনিশ বার এসেছে জীবনে
জীবন তবু এর আগে বোঝেনি কত মন খারাপের দিনগুলোতে আমি ভেবে চলেছি রংহীন গোলাপের কথা
আজও দেখা মেলা ভার, রংহীন গোলাপ
গোলাপবালায় অন্তর গেঁথে নো-ম্যান্স ল্যান্ডের মুহুর্তমাত্র আমি ব্যয় করেছি এই স্বপ্নে-
"আবারো একদিন ২৬ শে নভেম্বর আসুক, আমি রংহীন গোলাপের তোড়া নিয়ে তোর কাছে যাবো,
তুই অবাক হয়ে শিশুর মতো একটা পরিস্ফুট আহ্লাদে ফুলগুলো ছুঁয়ে দিবি
অমনি রংহীন গোলাপ সাতরঙা ঝিলিমিলি খুশবুতে ভরে যাবে। "

আচ্ছা মাহি, তুই বলতে পারিস?
স্বপ্ন কি শুধু স্বপ্নেই সত্যি?
বাস্তবে কোন একদিন আমার কল্পনার মতো করে তোকে সাজিয়ে
হেলেনের উত্তরসূরি করে দিতে পারে না?
তুই সুখকন্যা হয়ে যাবি,
তারপর তোকে নিয়ে আবার নতুন একটা ট্রয়ের যুদ্ধ বাধবে
তখন পর্দার আড়ালে দাঁড়িয়ে তুই মুচকি হাসবি,
কোন এক ২৬ শে নভেম্বরে,,