আকাশ জুড়ে তোমার ছবি,
শুণ্যের যেখানেই হাত রাখি তোমার শরীর
বাতাসে তোমার সুরেলা কণ্ঠস্বর
পৃথিবীটা তুমিময় হয়ে গেছে,
তবুও কিছু কৃষ্ণচূড়ার মাল্যদানে সাজানো অজস্র ছায়াপথ,
শিলাবৃষ্টিজনিত বিক্ষত হৃদয়ের আয়না
আমি তোমাকে পেয়েছি
তবুও না পাওয়ার বেদনা।
চোরাবালিতে স্বপ্ন হারানোর ভয়
প্রতিনিয়ত পাহাড়ের বুক চিড়ে ঝর্ণার মত আছড়ে পড়ছি
আর তুমি নিচে দাঁড়িয়ে____।
তুমি কাছেই আছো
সুখগুলোও!!
কেন, দুঃখগুলোও তো থাকতে পারতো
আমি বারবার কৃষ্ণসাগরের ওপারে অশ্রুজলে ভিজাতাম সাইবেরিয়া
আর তুমি অঞ্জলি বিছিয়ে সে জল ভরে কপোলে মিশাতে,
হতে পারত,
কিন্তু মাঝখানে প্রশান্তটা বাঁধা হয়ে,
আমরা এখন প্রশান্তের উপর
ভাসমান সুখগুলো নিয়ে।