কেমন ছিলাম জানতে চেয়ো না,,
কেউ-ই খুব একটা ভালো থাকে না
এই মিশ্র জীবনে,
বিশেষত আমি


কেমন আছি তাও জানতে চেয়ো না
সময়ের আবহ কষ্টস্রোত আমার দিকেই ধাবমান
এই দুঃসময়ের মহাসমুদ্রে
বিশেষত আমার জীবন।


একটা সান্তনার উজ্জ্বলিত কথাতেই আমি নির্ভারে থাকি,
হয়ত ভালোই আছি।
হয়ত বা।
তুমিই ঠিক করে দাও।


যেহেতু কষ্ট সহ্যক্ষমতায় আমি নোবেল পাওয়ার যোগ্য ( তুমিই বলেছিলে)
তাই মাঝেমাঝে নোটপ্যাডে বিশাল প্রবন্ধ লেখার জন্য বসে যাই
”একজন মানুষের কতখানি কষ্ট দরকার? “


তুমিই বাধা হয়ে দাঁড়াও
সুখের চোরাবালি দেখিয়ে।