ঝুম ঝুম ঝুম বৃষ্টি পড়ে
টিনের ঘরের চালে,
পেখম তুলে ময়ুর চালে
বজ্রপাতের তালে।
উটকো বাদল রিমিঝিমি
ঝরছে সকাল থেকে,
চুপে কাঁদে মহীরুহ
তাই দেখে দেখে।
ধান পাট দাঁড়িয়ে থাকে
গাঁ ঘেঁষে হাটুজলে,
পাট কাটতে তাইতো চাষী
ডিঙি বেয়ে চলে।
খাল-বিল, নদী-নালায়
দেখ কত জল,
ধুয়ে মুছে প্রকৃতিকে
করে দেয় নিটল।
ক্লিষ্ট মানব মন যবে
গ্রীষ্মের দাবদাহে,
প্রমত্ত বর্ষণে তখন বুঝি
শান্তি ধারা বহে।