তুমিতো চলে গেছ অনেক দূরে,
ছুড়ে ফেলে দিয়ে আমার নিষ্পাপ প্রেম!
আমার স্বপ্ন আর আশাকে তলিয়ে যেতে দেখেছি
সমুদ্রের অতল তলে,
তোমারই জন্যে,তোমারই সামনে।
অথচ তুমি ছিলে নিশ্চুপ,
নিথর, নিস্তব্ধ দেহ নিয়ে ঠায় দাঁড়িয়ে ছিলে,
তোমার ঠোটে আর চোখের কোণে তখন ছিলো পরিহাসের ঝিলিক,
আর আমার চোখের কোণ বেয়ে গরিয়ে পড়ছিলো সিক্ত অশ্রু!
তুমি দাঁড়িয়ে ছিলে আমার রক্তের উপর,
আমার স্বপ্ন আর আশার উপর,
আমার ভালোবাসার ব্যার্থ প্রয়াসের রেখাটুকু তোমায় ছুঁতে পারেনি,
তোমায় ছুঁতে পারে নি আমার একটি দীর্ঘশ্বাসও!
আমার প্রেম কি এতই মুল্যহীন ছিলো?
সেকি তোমার চরণযুগল স্পর্শ করার অধীকারও রাখেনা?
আমি জানি,
স্বার্থ,মোহের উপর দাঁড়িয়ে আছে তোমার সবটুকু প্রেম।
তোমার মন বাঁধা মরুভূমির মরিচিকার সাথে।
তাইতো তোমায় ধরতে গিয়ে আমি বিভ্রান্ত হলাম।
দুঃখ যাতনা যাঁতাকলে পিষ্ট এ মনের সমস্ত প্রেম
বিসর্জিত হল কষ্ট সমুদ্রের অথৈ জলে!!!