||এক||
যার যা ইচ্ছে তা করছে,যা'চ্ছে তাই রটে
দেশটা এখন মগের মুল্লক বটে,
দেশজনতার বিষফোঁড়া
ক্ষমতালোভী নেতারা
বিপ্রতীপ ডেমোক্রেসি মরা নদীর তটে|
||দুই||
জীবন চাহেত দিও তব সুখের ডালি
বাস্তবতায় দিও তিক্ত স্বপ্নগুলি
ফুলকলি ফুটিলে
প্রজাপতি জুটিলে
আমরণ বসুধায় পাবে তুমি প্রেমাঞ্জলী|
||তিন||
এটা কী জীবন সায়াহ্নবেলা,পরগাছার মত চলেছি পথ
চারদিকে আনন্দ উল্লাস,অথচ আমি নিশ্চুপ রথ
আশাগুলি উড়ে গেল
স্বপ্নও ফুরে গেল
বেচে থাকা(?)নিয়ে অতীত জীবনের নিদারুণ ক্ষত|
||চার||
একদা এক বিদ্যেভরা পন্ডিতমশাই বলেন
"মায়ের কোলে কেমন করে ছোট্টশিশু আসেন?"
"বলুন মশাই শুনি
মুর্খ কি আর জানি"
"মা তাকে বারটি মাস স্বপ্ন ঘেটে আশার হাটে হঠাৎ পেয়েছেন|"