সুচরিতা,
তুমি তো জানো,
এ পৃথিবী কতখানি দুর্বল|
পৃথিবীর প্রেমগুলো এতটুকু গভির যে
আমাদেরও তারা ছুঁতে পারেনি|

সুচরিতা,
আমি ঘুমিয়ে পরেছি তোমার পায়ের কাছে|
আমার সমস্ত প্রেম অঞ্জলী দিলাম তোমার পদযুগলে|
আমি ঘুমাবো,
অনেক,  অনেক ঘুমাবো|
তুমি শুধু তোমার চরণছোঁয়া আমার শিয়রে রেখ|
তোমার স্পর্শের যাদুতে ক্ষুধার্ত পৃথিবী হার মানবে,
তোমার ভালোবাসার জোড়ে আমি ছিন্ন করব পৃথিবীর সব প্রেম|
সব ভালোবাসাযে তোমারই আজ্ঞাবহ,সুচরিতা|

সুচরিতা,
হঠাৎ কোন একদিন আমার ঘুম ভেঙ্গে যাবে,
সেদিন পৃথিবীর সবখানি দুর্বলতা গ্রাস করবে আমাকে,
তোমার প্রেমশক্তিতে সেদিন আমায় মুক্ত করতে পারবে কি?
ছন্নছাড়া এ মায়াজাল থেকে|

প্রেমের গভিরতায় ডুবতে ডুবতে একদিন হয়তো আমি
হারিয়ে যাব ভালবাসার শেষ সীমানায়|
সুচরিতা,
তুমি সেদিন তোমার প্রেমরেখা বিষ্তার করে দিও চতুর্সীমানায়,
যেন আষ্টপৃষ্ঠে আমায় জড়িয়ে রাখে তোমার প্রেম|
আর আমি আবার ঘুমিয়ে পরব তোমার চরণযুগলের কাছে
নিয়ে সাতমহাকাল ব্যাপ্তি প্রেমের বিভাস|