এই সকাল
বাইরে থেকে জানলা খুলে ঢুকে পড়া রোদ্দুর
বিছানায় শুয়ে আছে রাত্রির অবসাদ
ম্লান হয়ে যাওয়া স্বপ্নের তাবির খুঁজতে খুঁজতে, অকস্মাৎ
চোখ খুলে দেখি, এই সকাল
শুধু একটা সকাল নয়
বারো যুগ বিরহ বর্ষণে ঢল নামা
শেষাংশ, ইঙ্গিত দিয়ে যায় বাইরে প্রচুর আলো
আমি বুঝতে পারি, এই সকাল
শুধু একটা সকাল নয়, বাইরে প্রচুর আলো
বারো যুগ বিরহ বর্ষণের অবসান, অথচ
আমি আবারো চোখ বুজে ফেলি,
অন্ধকার আসুক, ঢল নামা বিরহ বর্ষণে
একা একা ঘুম থেকে ওঠা বড্ড বেশি কষ্টের,
তাই অপেক্ষা, রাত্রির