মা মানে তো স্বর্গ; এমন
দুঃখ যেথায় নেই,
মা মানে তো ঘুম না এলে; বাবা
মাথায় হাত বুলিয়ে দেই?
মা মানে তো, বকাঝকা
রাগ দেখানো অনেক,
'এত্ত রাতে ফিরলি বাড়ি
কোথায় ছিলি, জনৈক?'
মা মানে তো আদর-সোহাগ, আর
মিষ্টি করে ডাকা,
কেউ বাড়িতে এলেই দেখান
'এই যে আমার খোকা।'
মা মানে তো, দূরে থাকা
কষ্ট অনেক হবে,
বলতে থাকা ডেইলি ফোনে
খোকা, বাড়ি আসবি কবে?
মা মানে তো সবার সেরা;
সবার আপন আলয়
মাকে ঘিরে স্বপ্ন, ছবি
হাজার ভালোবাসায়।