কোথাও সুন্দর কোনো মেয়েকে দেখলে মনের মধ্যে তখন কী হয়, বলব?
বললেই তা কবিতা হয়ে যাবে
না কি বললে তুমি রাগ করবে?
অভিমান ছড়িয়ে দেবে প্রতিপৃথিবীর প্রান্তরজুড়ে?
কোথাও সুন্দর কোন মেয়েকে দেখলে জীবনের মধ্যে কোন জল খেলা করে, বলবো?
বললেই তা ছবি হয়ে যাবে,
নাকি বললে তুমি মুখ ফিরিয়ে নেবে?
বলবে না কি, 'কথা নেই আর তোমার সনে?'
কোথাও সুন্দর কোন মেয়েকে দেখলে বুকের মধ্যিখানে ঘাসফুল ফোটে, গাছফুল ফোটে, আমি পাখি হয়ে যাই। শেষ হয়ে যাই, আমি দেশ হয়ে যাই।
কোথাও সুন্দর কোন মেয়েকে দেখলে শিরশিরে বাতাস হই, শক্ত সাদা শিশির হই, পাকা ফল হয়ে ঝুলে থাকি। আকাশের তারা হই, ঝিলিমিলি সাঁঝ হই, আকাশের বাজ হই।
অশ্রুফোটা জল হই, জলের নীচে একাকী কাঁদতে থাকা বর্ণহীন মাছ হই!