তোমায় ভেবে গল্প লিখি, তোমায় নিয়ে।
একদিন, অগাস্টের কোন এক প্রথম প্রহরে;
তোমার জন্মদিন।
একইদিন; পৃথিবীর সমস্ত সৌন্দর্য তোমার রুপের কাছে বশ্যতা মেনেছে। সকল ফুলেরা তাদের পবিত্রতা সপে দিয়েছে তোমায়।
একইদিন; ঈশ্বর তৈরি করলেন চাঁদ, তোমার সৌন্দর্যে।
তারপর, অগাস্টের কোন এক প্রথম প্রহরে; তোমার জন্মদিন। সেইদিন হয়ে যেতেই পারে, আরেকটা ট্রয়।
সবকিছু তুচ্ছ করে সেদিনও আমি তোমাকেই চাইবো, আর
আমার গল্পগুলো, যেগুলো তোমায় ভেবে লেখা
আমার কবিতাগুলো, যেগুলো তোমায় নিয়ে লেখা
ওসব ঐ জোছনামাখা আকাশের গাঁয়ে টানিয়ে দিবো, ঐদিন পড়ে নিও এই মন; কতোটা ভালোবেসেছিলাম।